Sunday , 5 May 2024
শিরোনাম

বঙ্গবন্ধু কারান্তরীণ থেকেও বাংলা নববর্ষ উদযাপন করেছেন : ড.কলিমউল্লাহ

বৃহস্পতিবার, ১৪এপ্রিল,২০২৩ খ্রি. বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৬২০তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন ছাত্রলীগের সাবেক নেত্রী আমাতুন নূর শিল্পী। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, ইউসুফ তাজ এবং জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি। সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু কারান্তরীণ থেকেও বাংলা নববর্ষ উদযাপন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে সুবীর কুশারি বলেন, বঙ্গবন্ধু একজন প্রকৃত ধার্মিক এবং একজন খাঁটি বাঙালি ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, পয়লা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এই উৎসবকে যাঁরা প্রশ্নবিদ্ধ করেন, তাঁরা আসলে বাঙালি সংস্কৃতির বিরোধী। এটি আমাদের স্বাধীনতার মূল যে প্রেরণা সেই ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থী।বাঙালি চেতনার সর্বব্যাপী উজ্জীবনের মধ্যেই রয়েছে পয়লা বৈশাখ উদযাপনের সার্থকতা। সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।

Check Also

৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে দুর্যোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x