Sunday , 28 April 2024
শিরোনাম

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” “আপনার পুলিশ, আপনার পাশে”

নরসিংদী,জেলা প্রতিনিধিঃ নরসিংদী মডেল থানার ৯নং বিট (শীলমান্দী ইউনিয়ন) এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

শুক্রবার (১৩ মে ২০২২খ্রিঃ) নরসিংদী মডেল থানার ৯নং বিট (শীলমান্দী ইউনিয়ন) এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা সংক্রান্তে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী জনাব ফারিয়া আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ ও সভাপতি, নরসিংদী জেলা কমিউনিট পুলিশিং ফোরাম, শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিট ইনচার্জ এস আই শামীম হোসেন, নরসিংদী মডেল থানা।

সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

নরসিংদী জেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, নরসিংদী। এ সময় মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Check Also

ময়মনসিংহের তারাকান্দায় সনাতন সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ।   ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা বাথুয়াদী শ্রী শ্রী রাধাকৃষ্ণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x