Saturday , 11 May 2024
শিরোনাম

ভারতে করোনার অতি সংক্রামক এক্সই ধরন শনাক্ত

ভারতে প্রথম সন্ধান মিলেছে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন এক্সই-র। বুধবার মুম্বাইয়ে এক ব্যক্তির দেহে কোভিড-১৯-এর নতুন ধরনটি চিহ্নিত হয়েছে।

মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনা ভাইরাসের এক্সই ধরন ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন ধরনের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই নতুন এ এক্সই ধরনের জন্ম।

গত ১৯ জানুয়ারি যুক্তরাজ্যে প্রথম চিহ্নিত হয় করোনা ভাইরাসের এ ধরন। এখনও পর্যন্ত দেশটিতে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

তবে ভাইরাস বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নতুন ধরনটির মারণক্ষমতা কম।

হু সতর্ক করে বলেছে, অতি সংক্রমণশীল হওয়ার কারণে এক্সই ধরনটি দ্রুতই ছড়িয়ে পড়তে পারে। অদূর ভবিষ্যতে এটা সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আত্মপ্রকাশেরও শঙ্কা রয়েছে।

এ ছাড়া ভারতে কাপ্পা ধরনের করোনা ভাইরাসের একজন রোগীও শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

Check Also

বাংলাদেশ বিমানের যাত্রী সেবার আরেক সাফল্যের গল্প- ইতালি রিজিওনাল ম্যানেজার জনাব আবদুল্লাহ আল-হোসেন

মালিক মনজুর রোম ইতালি ঘটনার শুরুটা ইতালির নিজস্ব সময় ১১:২০ মিনিটে, ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x