Thursday , 9 May 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর আয়োজনে শিক্ষকদের রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ০৯ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আইকিউএসি- এর পরিচালক প্রফেসর ড. মো. শহীদুর রহমানের সভাপতিত্বে ট্রেনিং এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর মোহাম্মাদ আলী, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দিন আহমেদ, বোর্ড অফ ট্রাস্টিজের কোষাধ্যক্ষ জনাব মোস্তাফিজুর রহমান ও ট্রাস্টি সদস্য প্রফেসর মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র প্রভাষক ড. সুজয় কুমার ভাজনের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের রিফ্রেসার ট্রেনিং প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। ট্রেনিং প্রোগ্রামে Accreditation Process, OBE কারিকুলাম, কোর্স আউটলাইন কোর্স ফাইল, student profile, ,Blooms Taxonomy সহ বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেয়া হয়।
সকাল নয়টা থেকে বিকেল চারটা পযর্ন্ত এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x