Saturday , 27 April 2024
শিরোনাম

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

রাহাত মামুন
চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) সংবাদদাতা

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্য হাতি দ্বারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া ও খুরুশিয়া রেঞ্জের আয়োজনে এবং সরফভাটা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পরিষদের হলরুমে বন্য হাতি সংরক্ষণ ও হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩ জুলাই) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা মাসুম কবীর, আওয়ামীলীগ নেতা শামসুল ইসলাম, আবুল কালাম চৌধুরী, খাইরুজ্জামান মেম্বার, মোহাম্মদ হোসেন মেম্বার, ডা. আবুল ফজল, জালাল আহমদ, খোরশেদ আলম সুজন, মো. জমির, মো. হোসেন, মৌলানা রেজাউল করিম, নুরুল ইসলাম তালুকদার, মৌলানা আবুল কালাম, মো. আলী মেম্বার, শাহাদাৎ মাষ্টার, মো. সিরাজ, শামসুল আলম, হাজী মো. ইলিয়াছ, মাহবুবুল আলম, ইউপি সদস্য মাহবুবুল আলম, মো. নুরুল আলম, শহিদুল ইসলাম, দিদারুল আলম খোকন, মো. দিদার, সাইফুদ্দীন আজম, মো. দিলদার, আব্দুল মোনাফ, ফিরোজা বেগম, শিরিন আকতার, সাজুলা বেগম, যুবলীগ নেতা মো. জামাল উদ্দীন, মার্শাল টিটু, মো. হাছান, মো. সাগর, মংসানু মারমা, আহাদুল হক, মহিউদ্দীন, মো. রানা প্রমুখ।

শেষে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে চেক তুলে দেওয়া হয়। এরআগে উপজেলা পরিষদে আরও ১১টি পরিবারকে চেক দেয়া হয়েছিলো। সবমিলিয়ে ১৮টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোট ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে বলে বনবিভাগ সুত্রে জানা যায়।

Check Also

লোকসভা নির্বাচন: ৬১ শতাংশ ভোট পড়েছে দ্বিতীয় ধাপে

ভারতে ১৮তম লোকসভা নির্বাচন চলছে। আজ শুক্রবার ছিল দেশটির দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ১৩টি রাজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x