Saturday , 27 April 2024
শিরোনাম

রাণীশংকৈলে জাতীয় গণহত্যা দিবস পালিত।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভর পরিবেশে সোমবার ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়।
এইসাথে ২৫ মার্চ কালোরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানার ওসি সোহেল রানা
প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যার বর্বরোচিত ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। এইসাথে তারা ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

Check Also

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x