Sunday , 5 May 2024
শিরোনাম

লালমনিরহাটে বিষধর সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

আবির হোসেন সজল, লালমনিরহাটঃ বুধবার (১৮ই’মে) দিবাগত রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিষধর সাপের কামড়ে আমেনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গৃহবধূ আমেনা খাতুন দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘরের পাশে রাখা মুরগির খটখট শব্দ শুনে রাতেই আমেনা খাতুন মুরগির ঘরে প্রবেশ করে। মুরগির খাঁচায় বাম হাত প্রবেশ করা মাত্রই বিষধর সাপ দংশন করে।

এ সময় তার স্বামী আব্দুল আজিজ হাতের উপরে বেঁধে রাখেন।পরে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতের দুটি বাঁধন খুলে দেয়। এর কিছুক্ষণ পর রোগীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক রংপুর মেডিকেল হাসপাতালে রোগিকে রেফার্ড করেন।

ওই গ্রামের সাইদুর রহমান(৫০) জানান, সাপে দংশন করা ওই নারীকে হাত বাঁধা অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই কিন্তু সেখানকার চিকিৎসক হাতের বাঁধন খুলে দেওয়ার ৫ মিনিট পর রোগীর অবস্থা অবনতি দেখে তিনি রংপুর মেডিকেলে কলেজে রেফার করেন। এর কিছুক্ষণ পর হাসপাতালেই রোগীর মৃত্যু হয়।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাসকিনুর রহমান জানান, সাপে দংশন করা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে আমরা প্রাথমিক চিকিৎসা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ইউপির এক সদস্যের মাধ্যমে জেনেছি। নিহতের পরিবারের বাড়ির দিকে রওনা করেছি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই আজিজার রহমান বলেন,বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। লাশ পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x