Thursday , 9 May 2024
শিরোনাম

সরকারি সহযোগিতা পেলে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে: প্রবাসী সংগঠন

ই এম আকাশ।। সরকারি সহযোগীতা পেলে শীঘ্রই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করা সম্ভব বলে দাবি করলেন রাজধানী ঢাকার বাংলা মোটর নাভানা জোহরা স্কোয়ারের একটি অডিটরিয়েমে প্রবাসী সংগঠন। বঙ্গবন্ধুর খুনি পলাতক আসামীদের ফেরত আনার সংগ্রাম কমিটি ১৯৭৫ সনের বর্বরচিত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীরা বহির্বিশ্বে পালিয়ে আছে। এর মধ্যে সম্প্রতি নূর চৌধুরীকে কানাডায় প্রকাশ্যে দেখা গেছে । সংগঠনটির আহবায়ক গনমাধ্যম ব্যাক্তিত্ব জার্মান আওয়ামী লীগের মিডিয়া উপদেষ্টা খান লিটন বলেন, তার নিজের দায়িত্যবোধ থেকেই তিনি সচেতন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এই কাজটি দীর্ঘ পাচঁ বছর যাবত করছেন । তিনি এ ব্যাপারে জনমত তৈরী করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদমূলক সভা /সেমিনার করছেন। UN ও EU ইউনিয়নে খুনী পলাতক আসামীদের ফেরত দেয়ার দাবী জানান । তিনি বলেন , সে এবং কমিটির অন্য সদস্যরা ইতিমধ্যে খুনী পলাতকদের সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে, যা এই মুহুর্তে তার নিরাপত্তার কারনে প্রকাশ করা যাচ্ছে না। তবে বাংলাদেশ সরকারকে প্রয়োজনে সব তথ্য দিবে এবং সরকার সহযোগীতা করলে সংগঠনটি পলাতক আসামীদের খুব শীঘ্রই ফেরত আনতে পারবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন বলে জানান । সংগঠনের যুগ্ন আহবায়ক ইউরোপীয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও রোম সিটি কর্পোরেশন এর সাবেক কমিশনার হোসনেয়ারা কিবরিয়া বলেন , জনমত তৈরীর পাশাপাশি , বিশ্বের সব দেশেই তাদের কমিটির লোকজন অতি গোপনে ও বিশ্বস্ততার সাথে খুনী পলাতক আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে । ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয়ক কমিটির সদস্য সচিব , ডেনমার্ক প্রবাসী মোহাম্মদ আলী মোল্লা লিংকনও একই মতামত প্রকাশ করেন ।সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক , কমিউনিটি শীর্ষ নেতা জি, এম , কিবরিয়া বলেন সে এবংতারা এই ব্যাপারে যতদিনে খুনী পলাতক আসামীদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি না করতে পারবেন না ,ততদিনে এই কমিটি কাজ করবে প্রবাসীদের নিয়ে ।শেখ কামালের বন্ধু ,বীর মুক্তিযোদ্ধা এ, কে এম নাসির উদ্দিন বলেন, খুনীদের শাস্তি পেতেই হবে । ভার্চুয়ালি বঙ্গবন্ধু কল্যান ট্রাস্টের কিউরেটর জনাব এন, আই খান ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম বলেন , বাংগালি জাতিকে কলংক মুক্ত করতে হবে খুনীদের আইনের মুখোমুখী করে । তারা খান লিটন ও তার টীমকে যে কোন ধরনের সহযোগীতা দিবেন প্রয়োজনে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতারা।

Check Also

প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ মে বৃহস্পতিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x