মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার শাকিল সারোয়ার মঠবাড়িয়ার চিকিৎসার ক্ষেত্রে এক নীরব বিপ্লবের নাম
বিগত ৫ ই আগস্টের পর তিনি মঠবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। তিনি নিয়মিত আউটডোরে শিশুদের চিকিৎসা দিয়ে আসছেন।
তার চিকিৎসা সেবায় সকলেই খুব সন্তুষ্ট এবং শিশুদের খুব যত্ন সহকারে চিকিৎসা সপবা দিয়ে থাকেন। হাসপাতালটি সেবার মান বাড়ানোর জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন বিভিন্ন টেস্ট হাসপাতলে স্বল্প মূল্যেই করানো হয় যার অবদান সম্পূর্ণ ডাক্তার শাকিল সারোয়ারে।হাসপাতালে বিভিন্ন কাজ চলমান তিনি আশা করেন এই কাজগুলো শেষ হলে রোগীদের আরো সেবার মান বাড়াতে পারবেন। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিকের হয়রানি থেকে রোগীদের রক্ষা করেছেন। মঠবাড়ীয়া প্রত্যেকেই ডাক্তার শাকিল সারোয়ারের সেবার প্রশংসা করেছেন।
বেতমোরের রহিমা বেগম বলেন উনার মত ডাক্তার প্রত্যেক উপজেলায় থাকলে রোগীদের আর ঢাকা যেতে হবে না। দূর দুরন্ত থেকে রোগীরা এখন মঠবাড়িয়া তে এই শিশু বিশেষজ্ঞের কাছে বাচ্চাদের নিয়ে আসেন।
























