আজ সাংবাদিক শিহাব আহম্মেদর মায়ের ১১তম মৃত্যু বার্ষিকী
সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেষ্টরিতে অন্তভুক্ত আলোকিত ৭১ সংবাদ ও দেশের প্রিন্ট ও অনলাইন পত্রিকার মধ্য সেরা এবং বহুল প্রচারিত পত্রিকার স্থানপাপ্ত সহ শ্রেষ্ঠ পাঠক তালিকাভুক্ত ও পরীক্ষামূলক সম্প্রচার প্রিন্ট একটি পত্রিকা। আলোকিত ৭১ সংবাদ এর সম্পাদক সাংবাদিক শিহাব আহম্মেদ এর মায়ের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০১৫ সালের ২৬শে জানুয়ারি পাবনা জেনারেল হাসপাতাল (পাবনা সদর হাসপাতাল) সাংবাদিক শিহাব আহম্মেদ এর মা শেষ নিশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেন।
এই দিনে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন এর মানিকহাট গ্রামের প্রামানিক বাড়ির মুসলিম পরিবারের গৃহিণী তাদের আলোকিত ঘর’কে অন্ধকার করে চলে যান তাদের পরিবারের মাঝে বিরাজ করে শোকের ছায়া সাংবাদিক শিহাব আহম্মেদ তার মাকে হারিয়ে জীবনের এক দুঃসময় মধ্য দিয়ে জীবনের সংগ্রামী জীবন যাত্রা শুরুর মধ্য দিয়েই তিনি পাবনা একটি দৈনিক প্রিন্ট পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবন শুরু করেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সম্পাদনা ও সহযোগী হয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
জাতীয় দৈনিকক আলোকিত ৭১ সংবাদ পত্রিকার সম্পাদক, পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উপদেষ্টা, এস টিভি সুজানগরের ব্যবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর জাতীয় কমিটির সাবেক আইটি ও প্রযৃক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রির্পোটাস ক্লাব পাবনা জেলা কমিটির কার্যকরী কমিটির সাবেক সদস্য, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলা ৫২ নিউজ, এই বাংলা, নবযুগ নিউজ, শীর্ষ খবর, পাবনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক শিহাব আহম্মেদ তিনি একাধারে বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করে যাচ্ছেন।























