মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
উরকিরচর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ঈদ পূ্নঃমিলণী গত ১৫ মে ২০২২ বিদ্যালয়ের এস এম ইউসুফ (সি আই পি) মিলনায়তনে লে.কর্ণেল ডাঃ মুহাম্মদ ইমরান হোসেন এর সভাপতিত্বে ও মোরশেদ মন্টু (মোরশেদ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস,সহ প্রধান শিক্ষক মুঃসাইফুল আজম,সিনিয়র শিক্ষক/শিক্ষিকা মুঃতাজুল ইসলাম,পরেশ চন্দ্র সাহা,মেরী বিশ্বাস,মৃণাল কান্তি দাস ও মৌলানা আবু তালেব।উক্ত অনুষ্টানে শিক্ষকদেরকে ৯৮ ব্যাচের পক্ষ থেকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।এতে বক্তব্য রাখেন মুঃ কলিম উদ্দীন, মুঃ সোহেল,মুঃ মনছুর আলম,আহমদ হোসেন,মুঃ জয়নাল।প্রবাসী ব্ন্ধু মুঃরফিক,মুঃ রাশেদ ও লাকী আকতার।অনলাইনে প্রবাস থেকে যুক্ত ছিল ৯৮ ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের সংগঠক আশিক।এতে আরো উপস্হিত ছিলেন মুঃহোসেন,শিমুল,সোলায়মান,দিদার,সরোয়ার,বখতিয়ার, নেজাম,আরিফ,জাবেদ, বাদশা,নিশু,রিফা,রীনা,শিমুলী,মুন্নী,লাকী,মণি, রোখসানা,ডেজী প্রমুখ।দীর্ঘ ২৪ বছর পর ছাত্র -শিক্ষক সকলে একত্রিত হয়ে আনন্দঘণ পরিবেশের সৃষ্টি হয়।উক্ত ব্যাচের সহয়তায় এলাকায় বিভিন্ন জনহিতকর কার্যক্রম করা হয়।