Thursday , 9 May 2024
শিরোনাম

দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, ডিবি পুলিশের হাতে আটক ২

হাজী মোঃ সিদ্দিকুর রহমান,বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুইজন কে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।

বুধবার বেলা ১১ টায় কাজীরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ডিবি পুলিশে অভিযান চালায়। অভিযানে কামাল (৩৫), জাফর (৩২) নামের দুজনকে গাজা সহ গ্রেপ্তার করেন বরগুনার ডিবি পুলিশ।

কামালের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এখানে জালাল ফকিরের মেয়েকে দ্বিতীয় বিয়ে করে ঘর জামাই থাকে দীর্ঘ চার বছর যাবৎ কামালের ঢাকা কেরানীগঞ্জে ও স্ত্রী ছিল সেখানে নারী শিশু মামলা খেয়ে আত্মগোপন হয়ে এই জালাল ফকিরের বাড়িতে থাকে। আগে মুরগির ফার্ম দিয়ে ব্যবসা করত তার সাথে মাদকেরও ব্যবসা করে আসতো এখন বর্তমানে ফার্মের ব্যবসা বন্ধ করে মাদকের ব্যবসায়ী করে উঠছে।

এ বিষয়ে এলাকার কোন মানুষ সে তোহাক্কা করে না এলাকার কোন মানুষ কিছু বললেই সে ক্ষিপ্ত হয়ে উঠে কামাল। এমনকি মসজিদের মোয়াজ্জেম তাকেও হুমকি ও অকথ্য ভাষায় গালাগালিস করে এই কামাল তাদের শশুর শাশুড়ির কাছে বললে তারা বলে আমরাই জামাইয়ের ভয়ে কোন কথা বলি না আমরা কিছুই বললে মেয়েকে মারধোর করে।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কামাল মাদক বিক্রেতা হওয়ায় ডিবি পুলিশের নজর ছিল তার দিকে,পরে ডিবি পুলিশের অভিযানে কামালের ঘরের ভেতর থেকে দুজনকে আটক করা হয়। কামাল গাঁজা এবং ইয়াবার সাথে দীর্ঘদিন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে কামালের স্ত্রী বলেন, আমার স্বামী কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে আমি প্রতিবাদ করলে আমাকে এবং আমার বাবাকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছে অনেকবার। বৃদ্ধ বাবা ওর ভয়ে কোন কথাই বলেনা । প্রতিবাদ করলে তাকেও মারধরের শিকার হতে হয়েছে।

এবিষয়ে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত কামাল। মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে তিনি। কেউ তার ভয়ে মুখ খুলতে পারছে না। এলাকার যুব-সমাজ এই মাদকের ভয়াল ছোবলে নষ্ট হয়ে যাচ্ছে। আশা করছি এখন এলাকার মাদক বিক্রি হবে না। স্থানীয়রা ডিবি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহ্রদ সালেহীন বলেন, দুজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়ে বরগুনার জেল হাজতে পাঠানো হয়। মাদকের জন্য কাওকে ছার দেয়া হবে না।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x