Thursday , 9 May 2024
শিরোনাম

পণ্যের দাম বেশি মনে হলে ‘৩৩৩’ নম্বরে করা যাবে অভিযোগ

বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে “৩৩৩” নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন জুনাইদ আহমেদ পলক। সেখানেই তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “২০২০ সালে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ও রোগী শনাক্তকরণে ‘৩৩৩’ এর ব্যবহার বাড়ানো হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সঙ্গে ‘৩৩৩’ নম্বরকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হল।”

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বর্তমানে ‘৩৩৩’ নম্বরে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে।”

তিনি জানান, একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে; যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে।

 

 

 

Check Also

প্রধানমন্ত্রীর নিকট ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ মে বৃহস্পতিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব মোঃ আব্দুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x