Thursday , 9 May 2024
শিরোনাম

পর্যালোচনার পর বিএনপিকে ঢাকায় সমাবেশের অনুমতি: ডিএমপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানীতে বড় ধরনের সমাবেশ করতে চায় আগামী ১২ জুলাই। সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

তবে এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি উল্লেখ করে ডিএমপি জানিয়েছে, অনুমতি দেয়ার আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। আমরা সেটি পর্যালোচনা করবো।

তিনি বলেন, সমাবেশের অনুমতি দেয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে, সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।

ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। তারা সমাবেশের অনুমিত পেতে আবেদন করেছেন। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে আজ চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কি না সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে। আমরা পর্যালোচনা করছি। আমাদের মতামত দেব। অনুমতি পাবে কি না সেটা কমিশনার কার্যালয় দেখবে।

Check Also

নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। বিকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x