Friday , 26 April 2024
শিরোনাম

ফের বাড়ছে বিদ্যুতের দাম, শিগগিরই ঘোষণা

আবারও বাড়ছে বিদ্যুতের দাম। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী।

মঙ্গলবার (১১ অক্টোবর) গণমাধ্যমে বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঘোষণা করা হবে।

মকবুল-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে ১৮মে গণশুনানি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। মে মাসের গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর।এ বিষয়ে রোববার বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল জানিয়েছিলেন, যেকোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এরই ধারাবাহিকতায় এ ঘোষণা দিলেন মকবুল-ই-ইলাহী চৌধুরী।

 

বাংলা৫২ নিউজ/নাহিদ

Check Also

থাইল্যান্ডের রাজা-রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x