Saturday , 11 May 2024
শিরোনাম

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোটের মদদে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মনির হোসেন – জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান কালু ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এ সময় প্রধান অতিথি বলেন বি এন পি-জামাতের সাথে আমাদের অমিল হলো তারা সাম্প্রদায়িক শক্তি আর আমরা হলো অসাম্প্রদায়িক শক্তি। আজ এই জোটের অসাম্প্রদায়িক দল আবার মাথা চারা দিয়ে উঠতে চায়। তাদের আর এই সুযোগ দেয়া যাবেনা। কঠিন হাতে দমন করতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী দলের হাতে এই সোনার বাংলাদেশ দেয়া যাবে না তাতে বাংলাদেশ আবার দূর্নীতিতে ভরে যাবে, আবার জ্বালাও পোড়াও হবে তাই দেশ তাদের হাতে নিরাপদ নয়। আমাদের এখন একটাই কাজ আবার শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় ছিনিয়ে এনে যাদের মদদে ২০০৫ সালে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করেছে তারা যেন এই বাংলাদেশে আর জায়গা না পায় আর বোমা হামলা না করতে পারে সেই শিক্ষা তাদের দিয়ে দিতে হবে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন মোঃ বাবর, ঝন্টু দাস, নাজমুল হোসেন পাটওয়ারী, নিলু হাওলাদর, অরুপ কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সদস্য সোহাগ পাটওয়ারী, আঃ মালেক চৌধুরী, রিপন ভদ্র, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিক গাজী, যুগ্ম আহবায়ক শেখ শরীফ, সদর থানা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাত হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

বাংলাদেশ বিমানের যাত্রী সেবার আরেক সাফল্যের গল্প- ইতালি রিজিওনাল ম্যানেজার জনাব আবদুল্লাহ আল-হোসেন

মালিক মনজুর রোম ইতালি ঘটনার শুরুটা ইতালির নিজস্ব সময় ১১:২০ মিনিটে, ফিউমিসিনো এয়ারপোর্ট থেকে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x