Friday , 10 May 2024
শিরোনাম

নবীনগরে শিক্ষার্থী রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহম্মদপুর গ্রামে গত সোমবার (২৮ মার্চ) ইভটিজিং এর প্রতিবাদ করতে গিয়ে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়া কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম ভূইয়া রাফি (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ব্যারিস্টার জাকির আহম্মেদ কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।

বৃহস্পতিবার (৩১মার্চ) সকালে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের বটতলি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন বক্তব্য প্রদান করেন, লাউর ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম,লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজের প্রভাষক আব্দুল মান্নান, শিক্ষক রিপন খান,মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু প্রমুখ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা রাফির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ইভটিজিং প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

পরে উপস্থিত সকল শিক্ষার্থী ও জনসাধারণ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ দিকে নবীনগর থানা সূত্রে জানা যায়, নিহত আরিফুল ইসলাম ভূইয়া রাফির বাবার করা মামলার প্রধান আসামী প্রদীপ হাসান গ্রেপ্তার হলেও মামলার অপর তিন আসামীকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নবীনগর থানা পুলিশ।

Check Also

প্রয়োজনে ধনীদের এলাকায় লোডশেডিং: প্রধানমন্ত্রী

কৃষি জমিতে সেচ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে অভিজাত ও ধনীদের এলাকাগুলোতে লোডশেডিং করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x