Friday , 10 May 2024
শিরোনাম

বান্দরবানের কৃতি সন্তান কাজী নাসিরুল আলম কে সার্দাণ বিশ্ববিদ্যালয় ‘ল’ পাস এর বহু বছর পর রিগ্যালিয়া টুপি ও গাউন পরিয়ে সম্মান প্রদান

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের কৃতি সন্তান কাজী মোহাম্মদ নাছিরুল আলম এর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সার্দাণ বিশ্ববিদ্যালয় ‘ল’ পাস করার বহু বছর পর আমাদের কে রিগ্যালিয়া(মাথার টুপি ও গাউন) দেওয়া হলো। আলহাজ্ব কাজী মোহাম্মদ নাসিরুল আলম সাংবাদিকদের জানান,দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সার্দাণ বিশ্ববিদ্যালয় ‘ল’ পাস করার বহু বছর পর আমাদের কে রিগ্যালিয়া(মাথার টুপি ও গাউন) পরিয়ে দিয়েছেন তার জন্য সার্দাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, ২৭ মার্চ-২০২২ ২য় কনভোকেশন এর চুড়ান্ত এবং সমাপ্তির দিনে আমাদের কে রিগ্যালিয়া(মাথার টুপি ও গাউন) পরিয়ে দেওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। ওনাদের দীর্ঘায়ু কামনা করছি।

Check Also

প্রয়োজনে ধনীদের এলাকায় লোডশেডিং: প্রধানমন্ত্রী

কৃষি জমিতে সেচ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে অভিজাত ও ধনীদের এলাকাগুলোতে লোডশেডিং করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x