Friday , 10 May 2024
শিরোনাম

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি: পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়লো অবরোধকারীরা

রাজধানীর শাহবাগ মোড়ে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবরোধ করা চাকরি প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের ধাওয়ায় শাহবাগ ছেড়ে চলে যায় তারা।

শনিবার রাত ৮টার দিকে কাউকে লাঠিচার্জ না করেই হুইসেল বাজিয়ে ধাওয়া করলেই সরে যায় আন্দোলনকারীরা। দীর্ঘ আট ঘণ্টা ধরে বন্ধ থাকা শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ধাওয়া করে শাহবাগ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে তাদের কয়েকজন আহত ও আটক হয়েছেন৷ তবে ফের কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।

আন্দোলনকারীদের সরানোর বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফ হোসেন বলেন, আন্দোলনকারীরা দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের আমরা দীর্ঘসময় বুঝিয়েছি। জনপ্রশাসন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। তাদের মন্ত্রণালয়েও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারপরও তারা সড়ক অবরোধ করে রাখে। এতে জনদুর্ভোগ তৈরি হওয়ায় আমরা কোনো ধরনের লাঠিচার্জ না করেই শুধু বাঁশির হুইসেল বাঁজিয়ে সরিয়ে দিয়েছি।

কাউকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি এখন সুস্পষ্টভাবে বলতে পারবো না। কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়েছে কি না খোঁজখবর নিয়ে তারপর জানানো যাবে।

Check Also

বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য অসংলগ্ন ও বিভ্রান্তিকর: কাদের

বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যকে অসংলগ্ন, লাগামহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x