Friday , 10 May 2024
শিরোনাম

জনগণ চাইলে নির্বাচন করবেন জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

অপরদিকে মনোনয়ন না পেয়ে সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়া বলেছেন, এলাকার নাগরিক ও ভোটার যদি চায়, তবে আমি তাদের নিরাশ করব না। তারা চাইলে আমি নির্বাচন করব।

জনগণ চাইলেই কেবল মেয়র পদে নির্বাচন করবো বলে জানান তিনি।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর জাহাঙ্গীর আলমের ছয়দানাস্থ বাসভবনে গিয়ে দেখা যায়, বেশকিছু নেতাকর্মী তার বাসভবনের নিচ তলায় এবং দোতালায় অবস্থান করছেন। সবার মাঝে হতাশার ছাপ। সবার বিশ্বাস ছিল এবারও মনোনয়ন পাবেন জাহাঙ্গীর আলম। এখন তারা জাহাঙ্গীর আলমের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শনিবার দলীয় মনোনয়ন বোর্ড গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে।

Check Also

নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। বিকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x